শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

প্রেসক্লাব যশোরের সভাপতিসহ ৪ সাংবাদিকের মামলা প্রত্যাহার

যশোর প্রতিনিধি

যশোর প্রেসক্লাবের সভাপতিসহ চার সাংবাদিককে নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন লাকি নামে এক স্কুল শিক্ষিকা। রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হুসাইনের আদালতে তিনি মামলা প্রত্যাহার করে নেন। এর আগে তিনি একই আদালতে মামলা করেছিলেন।

সুদের কারবার সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় যশোরের দুটি পত্রিকার সম্পাদকসহ সাত জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার শেখ আব্দুস সবুরের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাকিয়া সুলতানা লাকি। লাকির দায়ের করা মামলার চার সাংবাদিক হলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মবিনুল ইসলাম মবিন, সম্পাদক আঞ্জুমানারা ও নুর ইসলাম। অভিযোগ আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

গত ২০ আগস্ট খোলাডাঙ্গার মফিজুর রহমানের মেয়ে আলেয়া সুলতানা লাকির সুদের কারবারে অতিষ্ট হয়ে ২/৩ বার আত্মহত্যার চেষ্টা করেন। লাকি বাদেও এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন রাকিব হাসান ইমন ও মিলন বিশ্বাসের ছেলে সবুজ। এ সংবাদ যশোরের দুটি পত্রিকায় প্রকাশ হওয়ায় লাকি পত্রিকার সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন