ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় পিছন থেকে অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রয়েছে। আমার কর্মী নজরুল ইসলামকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।
এদিকে, নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের লোকজন।
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এ ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক কোন একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুলাভাই এবং বোনজামাই তাদের পাশাপাশি বাড়ি। তাদের নিয়ে আগে কোন সমস্যা ছিল। যে মারছে সে আমাদের দলের সমর্থক। তবে এটা যদি এরকম হয়ে থাকে আমরা ব্যবস্থা নিব।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি ডিসিসহ উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
খুলনা গেজেট/এএজে

