বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খুলনার সিআইডি অফিসে চতুর্থ তলায় আগুন

নিজস্ব প্রতিবেদক

খুলনার শিরোমনির সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।

আগুন নির্বাপনে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। ওই আগুন সমস্ত কক্ষে ছড়ি পড়ে। পরবর্তীতে এসি’র বিস্ফোরণ ঘটে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে ব্যবস্থাকে খবর দেওয়া হলে তারা আগুন নিভিয়ে ফেলে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন