বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে সাবেক ঠিকাদারের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সাবেক ঠিকাদারের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা গোলকধা পল্লী তীর্থ রোডে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মহেশ্বরপাশা পল্লীতীর্থ স্কুল রোডের বাসিন্দা ও সাবেক ঠিকাদার নাজমুল আহমেদের বাড়ির সামনে দুইটি বাগানে দুইজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশের ৩টি টিম ওই বাগান এলাকায় তল্লাশি চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির জন্য দুই রাউন্ড গুলি চালিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। তাদের ছোড়া গুলি দুইটি ঠিকাদার নাজমুল আহমেদের দরজায় লেগে ছিদ্র হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন