বাংলাদেশ আর কখনোই ৫ আগস্টের আগের সেই হিংসা ও ভেদাভেদের রাজনীতিতে ফিরে যাবে না। আমরা আর কোনো বিভাজন চাই না। তরুণ সমাজ আমাদের চোখ খুলে দিয়েছে এবং তাদের দেখানো পথেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
রবিবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর দৌলতপুর ৪নং ওয়ার্ড বিএনপির মোড়লপাড়া ইউনিট আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মো. আব্দুল গনি মোড়লের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম মোড়লের তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলমগীর হোসেন।
খুলনা গেজেট/এএজে
