শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন

গেজেট প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ‘নির্বাচনের জন্য অশনিসংকেত’ আখ্যা দিয়ে গুলিবর্ষণকারী এবং এর পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঢাকার বিজয়নগরের মতো জনবহুল এলাকায় এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি বলেন, ঘটনা শোনার পরই ইসলামী আন্দোলনের আমীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, আমরা বারবার বলেছি- সন্ত্রাসীদের দমনে কঠোর হন। তারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা স্পষ্ট। এই ঘটনা আমাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন- তাদের নিরাপত্তার প্রশ্নও এখন আরও প্রকট।

তিনি বলেন, সরকারকে বলবো- অবিলম্বে হামলাকারী ও এর নির্দেশদাতাসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। এটি শুধু নির্বাচন নয়; দেশের সামগ্রিক ভবিষ্যতের প্রশ্ন। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপরতা প্রয়োজন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন