শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

‘ভিন্নমত প্রকাশের জন্য আবরারের মতো আর কেউ নিপীড়নের শিকার হবে না’

গেজেট প্রতিবেদন

ভিন্নমত প্রকাশের জন্য আবরার ফাহাদ, শহীদুল আলমের মতো আর কেউ আর নিপীড়নের শিকার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, যে যাই বলুক দিন শেষে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ভিন্নমত প্রকাশের জন্য আবরার ফাহাদ, শহীদুল আলমের মতো আর কেউ আর নিপীড়নের শিকার হবে না।

বিএনপি দেশের প্রতিটি সেক্টরে অবদান রেখেছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে দাবি করে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যাক্রমে নারী সমাজকে স্বাবলম্বী করতে চাই। শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ে তুলতে পারলে স্বাবলম্বী দেশ গড়া যাবে।

তিনি বলেন, বিএনপি মেগা প্রজেক্টে যাবে না, কারণ মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। জনগণের টাকা জনগণের মানোউন্নয়ে ব্যবহার করা হবে। নতুন আইটি পার্ক বানানো নয়, পুরনোগুলো ঘষে মেঝে কাজের উপযুক্ত করতে হবে।

তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে বা লাগাম টেনে ধরতে হলে মানসিকতার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে। শিশুদের মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারলে প্রত্যাশিত দেশ গড়া যাবে না। যুব সমাজকে ভালো রাখতে হলে তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করতে হবে। বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার ৪০ ভাগ বাস্তবায়ন করতে পারলে এদেশের ভাগ্যের পরিবর্তন হবে। আগামী নির্বাচন জনগণের রায় চায় বিএনপি। কে খারাপ কে ভালো এসব বিতর্ক বাদ দিয়ে মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে।

বিএনপির এই নেতা বলেন, মানুষের জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। ইতিহাস কথা বলে, দেশকে ক্রান্তিকাল থেকে প্রতিবারই রক্ষা করেছে বিএনপি। তাই ধানের শীষকে জেতানো ছাড়া বিকল্প পথ নেই, ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন