নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় ইউনুস মোল্লা (২৭) নামে আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে নড়াগাতী থানার চাপাইল ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
আটক ইউনুস মোল্লা নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের হানিফ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৪–৫ জন যুবক চাপাইল ব্রিজের নিচে একত্রিত হয়ে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যায়, তবে ইউনুস মোল্লা নামের এক যুবককে তারা আটক করে। পরে স্থানীয়রা তাকে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

