রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে তিন নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত দুই সহোদরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা গ্রামের তকিবর বিশ্বাস, মাসুদ মোল্যা পক্ষ এবং তাদের প্রতিপক্ষ কামাল শেখ, তায়েব বিশ্বাস পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। বুধবার রাতে মাসুদ মোল্যা পক্ষের তকিবর মোল্যা ও তার দুই সহযোগী মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কামাল শেখ পক্ষের লোকজন তাদের পথরোধ করে মারপিট করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরদিন সকালে মাসুদ মোল্যা পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কামাল শেখ পক্ষের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে কুপিয়ে ও পিটিয়ে তিন নারীসহ অন্তত ১০ জনকে আহত করে। এ সময় নবম শ্রেণির ছাত্রী নাহিদা খাতুনও হামলার শিকার হন; তার মাথায় আঘাত লাগে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আব্দুল হাই শেখের দুই ছেলে আকরাম (৫৫) ও ইলমাত শেখকে (৫০) প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তকিবর বিশ্বাস ও মাসুদ মোল্যা পক্ষ এবং কামাল শেখ ও তায়েব বিশ্বাস পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কামাল শেখ পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে জড়িত মাসুদ মোল্যাসহ ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন