নড়াইলে জমিজমা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পলাশ গুপ্ত (২৬), ধীমান আঢ্য (২৪), শিশির আঢ্য (৭৩), জ্যোতির্ময় আঢ্য (২৮), শ্রাবণী আঢ্য (২০), সুভাষ আঢ্য (৬০) ও ধীমান আঢ্য (৩০)। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাহাটি মৌজার ৮০ নম্বর খতিয়ানের অধীনে প্রায় ৪৬ শতক পৈত্রিক রেকর্ডিও জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শিশির আঢ্য ও সুভাষ আঢ্যের পরিবার এ জমির মালিকানা দাবি করে আসছেন।
সূত্র জানায়, শুক্রবার সকালে সুভাষ আঢ্য তার দাবিকৃত অংশের রাস্তার পাশের জমি মাটি ভরাট করতে গেলে শিশির আঢ্য বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয়, এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিশির আঢ্য বলেন,“৬০ বছর ধরে আমরা এই জমি ভোগ দখল করে আসছি। কিন্তু কিছু লোক শালিশের নামে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করছে, যা আমি ও গ্রামবাসী মেনে নিচ্ছি না।”
স্থানীয়রা জানান, জমি নিয়ে পূর্বেও একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন ঘটনাস্থলে গিয়ে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।
শিহাবুর রহমান শিহাব বলেন, “দীর্ঘদিনের এই জমি-সংক্রান্ত সমস্যার সমাধান করতে আমরা রাজনৈতিকভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু উভয়পক্ষই সমঝোতায় রাজি হয়নি।”
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, “এটি জমি সংক্রান্ত বিরোধ, যার নিষ্পত্তি আদালতের মাধ্যমে হবে। আইনশৃঙ্খলা যাতে অবনতির দিকে না যায়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে।”
উল্লেখ্য, বেনাহাটি গ্রামের এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। স্থানীয়দের দাবি- প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ বিরোধের স্থায়ী সমাধান সম্ভব নয়।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
