নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে রিয়াজ মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকার রেললাইনের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ মোল্যা উপজেলার কুমরকান্দা গ্রামের মৃত ফজলুল মোল্যার ছেলে। সে পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বিকেল ৪টা ৪৫ মিনিটে নড়াইল রেলস্টেশনে স্বল্প সময়ের জন্য থেমে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে লোহাগড়ার কামঠানা এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
