বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

নড়াইলে চাঁদাবাজি ও হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে চাঁদাবাজি ও হামলা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৩২) কে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী পৌর এলাকা দুর্গাপুর গ্রামের মৃত তাহাজ্জত হজুরের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় লিপি বেগম (৪২) নামে এক মহিলার বাড়ি ভাড়া নেয় প্রধান আসামি মোহাম্মদ আলী। গত ৫ অক্টোবর দুপুরে লিপি বেগম তার ভাগিনা আশিকুর রহমানকে বাড়ি ভাড়ার টাকা আনতে পাঠান।

আশিকুর রহমান রেজিস্ট্রি অফিস এলাকার রুবেলের চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামি মোহাম্মদ আলী ও তরিকুল ইসলামসহ ৩-৪ জন তাকে ঘিরে ধরে। তারা আশিকুর রহমানকে গালিগালাজ করে এবং হুমকি দিয়ে বলে, “তোর মামিকে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে।”

পরবর্তীতে পরিকল্পিতভাবে আসামিরা আশিকুর রহমানের মাথায় রড দিয়ে আঘাত করে এবং তরিকুল ইসলাম তার কোমরে ছুরি মারে। এ সময় তার গলা থেকে ২২ গ্রাম ৭৫ পয়েন্ট স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৩২ হাজার টাকা) ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

আহত অবস্থায় আশিকুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লিপি বেগম বাদী হয়ে মোহাম্মদ আলী ও তরিকুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও হামলা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন