বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের নড়াগাতিতে পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে খাশিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে স্বজন ও এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের মেয়ে তাছলিমা খানম (১৫) ও ছেলে কাউছার শেখ (৮)।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশিকুর রহমান বলেন, মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন