খুলনার বটিয়াঘাটা কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে তার লাশ তেতুলতলা এলাকার নদীর কিনারায় ভেসেছিল। লাশের শরীরে পচন থাকায় ফিঙ্গারিং করা সম্ভব হয়নি।
নৌপুুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন বলেন, সকাল ১০ টার দিকে কাজীবাছা নদী তেতুলতলা কিনারায় মরদেহটি ভেসে ছিল। স্থানীয়রা লাশটি দেখে বটিয়াঘাটা থানায় খবর দিলে সেখান থেকে আমাদের জানানো হয়। মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়। লাশের শরীরে ব্যাপক পচন থাকায় ফিঙ্গারিং করা সম্ভব হয়নি। পরিচয় জানতে বিভিন্ন থানায় লাশের ছবি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/সাগর/এনএম