যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমসহ ২৩০ জন বিচারককে একযোগে বদলির আদেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজকে রাজশাহীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়েছে। যশোর জেলা ও দায়রা জজ আদালতে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত বিচারকদের মধ্যে রয়েছেন ৪১ জন জেলা ও দায়রা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র সহকারী ও সহকারী জজ পর্যায়ের ৯৬ জন সদস্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শেখ নাজমুল আলমকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি তিনি তৎকালীন জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি সোমবার রাজশাহী বদলি হলেন।
খুলনা গেজেট/এনএম