বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

যশোরের ‘পাঁচ ফোড়ন’ এ ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের এম. কে. রোডের ‘পাঁচ ফোড়ন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, মেয়াদহীন কাসুন্দি, সস ও মেওনেজ রাখার অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি জানান, তাদের কাছে অভিযোগ আসে ‘পাঁচ ফোড়ন’ রেস্টুরেন্টে নিয়মিত বাসি ও পচা খাবার পুনরায় রান্না করে বিক্রি করা হয়। বিশেষ করে গ্রিলের জন্য ব্যবহৃত মুরগির মাংস সংরক্ষণ করে পরদিন বিক্রি করা হয়। এর প্রেক্ষিতে বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানকালে দেখা যায়, নোংরা ফ্রিজে গ্রিলের সঙ্গে কাঁচা মুরগির মাংস রাখা হয়েছে। সেই মাংস মোড়ানো ছিল পত্রিকার কাগজে, যার কালি মাংসে লেগে ছিল। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্যান্সারের কারণ হতে পারে। সেইসাথে ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, মেয়াদহীন কাসুন্দি, সস ও মেওনেজ রাখা রয়েছে।

তিনি আরও জানান, রেস্টুরেন্টে নানা ধরনের অসংগতি পাওয়া গেছে। পরে নষ্ট খাবারগুলো ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান, ক্যাব এর প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন