যশোর-চুকনগর সড়কের সতীঘাটায় ট্রাকচাপায় সুমনা (৩৫) নামে এক গৃহবধূর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে এবং ওই স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে উত্তেজিত জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সতীঘাটার কামালপুর মসজিদ মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুমনা সতীঘাটা কামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সাফায়াত হাসান আবিরকে (৮) স্কুল থেকে আনতে যাচ্ছিলেন তার মা সুমনা। তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে কামালপুর মসজিদ মোড়ে পৌঁছালে মনিরামপুর দিক থেকে আসা ‘আর রহমান’ পরিবহনের একটি ট্রাক (যশোর-ট ১১-৩৪৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা কামালপুর মসজিদ মোড়ে একটি স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগামী এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
আহত গৃহবধূ সুমনার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের ডাক্তার আব্দুর রশিদ জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
