যশোরের অভয়নগরে অস্ত্রের মুখে জিম্মি করে কলাপসিবল গেট ও সাটারের তালা ভেঙে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোল্ট ভেঙে প্রায় চার লাখ টাকার স্বর্ণ ও রূপাসহ এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাত দল। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের মশিয়াহাটী বাজারে সৌখিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
অস্ত্রের মুখে জিম্মি করে রাখা ব্যক্তিরা হলেন, বিকাশ বিশ্বাস ও তাঁর স্ত্রী প্রতিমা বিশ্বাস, অমর বিশ্বাস ও তাঁর স্ত্রী বৈশাখী বিশ্বাস, তৌশিক দাস, অনিমেষ বিশ্বাস ও পরিমল বিশ্বাস। এসময় প্রতিমা বিশ্বাসকে মারপিট করে তার গলায় থাকা স্বর্ণের চেইনটিও নিয়ে যায় তারা।
ক্ষতিগ্রস্ত সৌখিন জুয়েলার্সের মালিক গোবিন্দ কর্মকার বলেন, গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সোমবার ভোর ৪ টার দিকে প্রতিবেশী সেলুন দোকানি জয় রায় ফোন করে ডাকাতের আক্রমণের খবর জানায়। এসে দেখি প্রায় ২ ভরি স্বর্ণ ও ২৪ ভরি রূপা ডাকাতি হয়েছে। দোকানের ভেতরে মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ক্ষতির পরিমান প্রায় চার লাখ টাকা। ডাকাতের আক্রমণের খবর জানতে পেরে মশিয়াহাটী বাজার সংলগ্ন বাসিন্দারা এগিয়ে গেলে তাদেরকে বেঁধে রাখা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।
খুলনা গেজেট/এএজে

