শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বিরামপুরে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন ছুরিকাঘাতে জখম হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বিরামপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তাহাসিন ওরফে তাসলিম (২০), বুলু শেখের ছেলে আকাশ (২০) ও হিরু মিয়ার ছেলে মামুন (৪০)।

আহতরা ও স্থানীয়রা জানায়, শনিবার (১ জানুয়ারি) রাত ১০ টার দিকে তাহাসিন ও আকাশকে ডেকে বিরামপুর আফজাল মার্কেটের সামনে নিয়ে যায় মামুন। পূর্বের গোলযোগ মীমাংসার জন্য মোবাইল ফোনে তাদের ডাকা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মামুনের সাথে থাকা জিহাদ রইসসহ কয়েকজন তাহাসিন এবং আকাশকে ছুরিকাঘাত করে। এসময় তাহাসিন ও আকাশ পাল্টা মামুনকে ছুরিকাঘাত করে। তাদের পাল্টা-পাল্টি ছুরিকাঘাতে ওই ৩ জন জখম হবার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় একটি সূত্র জানায়, দেড় মাস আগে সীমান্ত নামে এক ছেলেকে রইচ নামের আরেক যুবক মারপিট করে। তাদের মধ্যে সীমান্তের পক্ষ হয়ে রইচদের হুমকি দেয় তাহাসিন ও আকাশ । বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে শত্রুতা তৈরী হয়। তার জেরে দুটি পক্ষ তৈরী হয়ে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার শাকিরুল ইসলাম জানান, তাদের আঘাত গুরুতর, তবে আশঙ্কাজনক না।

এদিকে, খবর পেয়ে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এখনি কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি তদন্ত শুরু করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন