যশোরের বেনাপোল ও শার্শায় বিজিবির অভিযানে ২ লাখ ২৬ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, কীটনাশক ও বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়েছে।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শার্শার কাশিপুর, হিজলী এবং বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ লাখ ২৬ হাজার ৬০০ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কম্বল, চাদর এবং কিটনাশক আটক করা হয়।
আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদক দ্রব্যথানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এএজে