বেনাপোলে আ.লীগের হামলায় নিহত বিএনপি নেতা মো. আব্দুল আলিমের (৪৫) লাশ আদালতের নির্দেশে উত্তোলন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আহত অবস্থায় ১৫ আগস্ট থেকে একমাস চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর যশোরের একটি হাসপাতালে মারা যায় আব্দুল আলীম।
ওই সময় তার পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করলেও গত বছর ১৮ নভেম্বর ১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৫৪ ধারায় পেনাল কোড ( ঘটনার তারিখ ১৫/০৮/২০২২) সংক্রান্তে নিহত ভিকটিম বিএনপি নেতা আব্দুল আলীম এর লাশ বিজ্ঞ আদালতের নির্দেশে শার্শার সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়ার উপস্থিতিতে বুধবার (১৫ জানুয়ারি) দুপুর একটার সময় বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান হতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
আলিম বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একজন সদস্য ছিলেন। ওই সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল শুরুর আগমুহূর্তে আ. লীগের হামলায় বেশকিছু বিএনপি নেতা মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলীম ও ছিলেন।
শার্শা উপজেলা সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন জানান, ২০২২ সালের একটি হত্যা মামলা হয়েছে গত বছর ১৮ নভেম্বর (২০২৪ সালের)। ওই মামলার বিচার কার্য পরিচালনার নিমিত্তে আদালতের নির্দেশে আজ আব্দুল আলীমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে