বাংলাদশে জামায়াত ইসলামের যশোরের বেনাপোল পোর্ট থানা শাখার উলামা বিভাগের উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিতি হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেনাপোল পোর্ট থানার পৌর বিয়ে বাড়ি, অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামের বেনাপোল পোর্ট থানা শাখার আমির মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও কেন্দ্রীয় শুরা সদস্য এবং যশোরের জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ আব্দুল্লার পিতা মো: আব্দুল জব্বার, মাওলানা ইলিয়াস হোসেন,মুফতি ওমর ফারুক,মো: ইয়াকুব আলি,মাওলানা নুরুল হাসান ও হাফেজ আবদুল আহাদ প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ