যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, কুমিল্লা সদর উপজেলার বাগবাগগঞ্জ গ্রামের নাজির আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫)। প্রাইভেটকারে তার সাথে থাকা আহতরা হলেন, একই উপজেলার বটদুল গ্রামের রহমতুল্লাহ (৪৫) ও জাবেদ আলী (৫০)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, এদিন ভোরে প্রাইভেটকার যোগে তারা যশোর থেকে কুমিল্লায় যাচ্ছিল। পথে সদর উপজেলার বারীনগর বাজারে বালু বোঝাই ট্রাকের সাথে কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবাল হোসেনের। এলাকাবাসী আহতের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বারোবাজার হাইওয়ে পুলিশের এস আই ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যশোরের সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ইকবাল হোসেনের মৃতদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
খুলনা গেজেট/এনএম