Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
আমন মৌসুম

খুলনা বিভাগে ৫১ হাজার ৯৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক

আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খুলনা বিভাগে ৫১ হাজার ৯৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ৭৪ হাজার ৩৩৫ মেট্রিকটন সিদ্ধচাল ও ৫ হাজার ৯২৫ মেট্রিকটন আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকছে। প্রতিকেজি ধান ৩৩ টাকা, সিদ্ধচাল ৪৭ টাকা ও আতপচাল ৪৬ টাকা দরে সংগ্রহ করা হবে।

রবিবার (২৪ নভেম্বর) খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় এসকল তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী-সহ কমিটির সদস্যরা।

সভায় আরও জানানো হয়, ধান এবং সিদ্ধচাল সংগ্রহের সময়সীমা চলতি বছর ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আতপচাল সংগ্রহের সময় সীমা ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান এবং বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন