কেশবপুরে মৎস্য ঘের নিয়ে বিরোধ ২ লক্ষাধিক টাকার মাছ লুট, মোটরসাইকেল ভাংচুর, প্রতিপক্ষের হামলায় আহত ৫।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নে সারুটিয়া ছোটবিলে মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে জোরপূর্বক মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এই ঘটনায় সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বাদী হয়ে কেশবপুরে থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে মেজবাহ উদ্দিন মিল্টনের নেতৃত্বে বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল সরদার, সিদ্দিকুর রহমান, আতিয়ার রহমান, মামুন হোসেন, জাকির সরদার, টিপু সুলতান ও আহাদ গাজী মিলে লোহার রড শাবল, বাঁশের লাঠি, দা দিয়ে মুনজুর রহমানের ঘেরের ম্যানেজারের একটি মোটরসাইকেল ভাংচুর করে আলমগীরের উপর হামলার চালিয়ে মারপিট রক্তাক্ত জখম করে।
আহতরা হলেন আলমগীর হোসেন (৪০), শফিকুল গাজী (২৬), মামুন সদদার (২৫), মিকাইল (৩৫) ও ফয়সাল (২৬)। বর্তমানে তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম