বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর আ’লীগের সহ-সভাপতি আব্দুল খালেক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে ডিবির একটি টিম শহরের এমএম আলী রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আব্দুল খালেককে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ বা কোন মামলা রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা হচ্ছে। অবশ্য তার বিরুদ্ধে দখলদারিত্বের একাধিক অভিযোগ রয়েছে।

তার ছেলে যশোরের আলোচিত সন্ত্রাসী আলমগীর কবীর সুমন। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ এক ডজন মামলা রয়েছে। বর্তমানে সে আত্মগোপনে রয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন