যশোর জেলা প্রশাসনের নির্দেশে উদ্বোধনের প্রায় দুই বছর পর বেনাপোল পৌর বাস টার্মিনালে বাস ঢোকা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বেনাপোলবাসীর মনে। যাত্রীদের নিরাপত্তার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নিজস্ব জনবল বাড়ানো হয়েছে।
বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বুধবার এমন একটি নির্দেশনা দেওয়ার পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর থেকে বাসগুলো পৌর বাস টার্মিনালে আসতে শুরু করে।
যানজট নিরসনের লক্ষে সরকার ২০১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা চক্রান্ত করে এই টার্মিনাল ব্যবহার করত না। দীর্ঘ দুই বছর পর চালু বৃহস্পতিবার থেকে হলো বেনাপোল পৌর বাস টার্মিনালটি।
বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী এই পথে পারাপার হয়। তাদের যাতায়াতের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক বাস বেনাপোলে আসা যাওয়া করে থাকে।
দূরপাল্লার এই বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত। এ সময় চালকরা এই দূরপাল্লার বাসগুলো চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত ঢাকা কলকাতা মহাসড়কের দু‘ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা নামার কাজ করত।
অপরদিকে স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাক, বন্দর থেকে আমদানি পণ্য নিতে আসা খালি ট্রাক ও পণ্য বোঝাই ট্রাকগুলোও মহাসড়কের দু‘পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এসব যাত্রীবাহী বাসগুলো রাস্তা থেকে যাত্রী উঠানামা করানো ও ট্রাকগুলো দাড় করিয়ে রাখায় তীব্র যানজট তৈরি হত।
বাস টার্মিনাল চালু করার প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, যানজট বেনাপোলবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল। কোন রকমেই বেনাপোল যানজট মুক্ত হচ্ছিল না। যানজটের কারনে সকালে পণ্য বোঝাই ট্রাকগুলো লোড হলেও বেনাপোল বন্দর ছাড়তে ছাড়তে রাত হচ্ছিল। এতে আমরা ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। নতুন এই উদ্যোগ নেওয়ায় বেনাপোলে কিছুটা হলেও যানজট মুক্ত হবে বলে আমি মনে করি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও শার্শা উপজেলার অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে।
বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোন বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ৩টি বাস ব্যতীত)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টা সকলে আন্তরিকতার সাথে দেখলে আর বাসগুলি বাস টার্মিনাল থেকে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করলে বেনাপোলে থেকে যানজট কিছুটা কমবে বলে আমি মনে করছি।
খুলনা গেজেট/এএজে