খুলনা, বাংলাদেশ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

অভয়নগরে যৌথ অভিযানে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার, আটক ২

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক মো. নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অপর আটক এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে। তার কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধ উদ্ধার করা হয়।

বুধবার (৬ নভেম্বর) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক মামলা করে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!