খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

যশোরে পাঁচ সূর্য সন্তানের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের পাঁচ সূর্য সন্তান শহীদ আসাদ, তোজো, শান্তি, মানিক, ফজলুর ৫৩তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহীদদের স্মরণে শহীদ বিপ্লবী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মণিরামপুর উপজেলার চিনেটোলায় শহীদ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আসাদ, তোজো, শান্তি, মানিক, ফজলু স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি, মণিরামপুর উপজেলা কমিটি ও শহীদ আসাদ স্মৃতি সংঘের নেতাকর্মীরা। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ বিপ্লবী স্মৃতিরক্ষা কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিরক্ষা কমিটির সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, নাজিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, আবুল বাশার সাইফুদ্দৌলা, শহীদ তোজোর পরিবারের সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, অহেদুর রহমান ডেল্টা, সখিনা বেগম দিপ্তি, পলাশ বিশ্বাস, সনৎ কুমার হরি, শেখ আলাউদ্দিন, সিরাজুল ইসলাম ও প্রাণে বেঁচে যাওয়া সিরাজুল ইসলাম প্রমুখ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যশোর শহরের অদূরে মণিরামপুরের চিনেটোলা বাজারের নিকট রাজারকারদের হাতে দেশমাতৃকার এ পাঁচ বীর সন্তানরা আটক হন। তাঁদের বন্দী অবস্থায় চিনেটোলা বাজারে নিয়ে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়। এদের মধ্যে সিরাজ গুলি করার আগেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান। ৫ শহীদের মৃতদেহ পরদিন নদী থেকে তুলে নদী পাড়ে গণকবর দেন স্থানীয়রা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!