শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বেনাপোলের চাত্রের বিল এলাকার একটি মাছের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। সে ওই মাছের ঘেরে গার্ডের কাজ করতো।

নিহত অহিদুল ইসলাম ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকার নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, বিকেলে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

খুলনা গেজেট/ কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন