শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপির চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, যশোর

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে যশোরে বিএনপির চার নেতাকে বহিস্কার করা হয়েছে। এরা হলেন, মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মন্টু হোসেন ও অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন বিএনপির সদস্য তারেক মাহমুদ সজল, কাশিমনগর ইউনিয়ন বিএনপি নেতা রবিউল ইসলাম ও মিন্টু। তাদেরকে দল থেকে সকল সদস্য পদ বাতিল করে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

একইসাথে অভয়নগরের চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফের সদস্য পদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন