বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরের শার্শায় জাল টাকাসহ দুই কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সতের হাজার টাকার জালনোটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সতের হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পাটবাড়ী গ্রামের আলমগীর হোসেন এবং একই গ্রামের সাব্বির হোসেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়া জালনোট ব্যবসায় ব্যবহৃত ২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করে আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন