যশােরের চৌগাছার কপােতাক্ষ নদসহ বিভিন্ন জলাশয়ে মাছের পােনা অবমুক্ত করা হয়েছে। চলতি অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তর কর্তক অভ্যন্তরীন জলাশয়, বর্ষাপ্লাবিত জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ের আওতায় মসজিদ মাদ্রাসা, এতিমখানার পুকুরে এই মাছের পােনা অবমুক্ত করা হয়।
রবিবার সকালপ চৌগাছার জেলা পরিষদ ডাকবাংলাের নিচে কপােতাক্ষ নদে ১৮০ কেজি, গরীবপুর মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ৬০ কেজি আড়ারদাহ মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ৭০ কেজি ও বাড়িয়ালী মাদ্রসা ও এতিমখানা পুকুরে ১শ কেজি মাছের পােনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুম্মিতা সাহা, মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা সামছুন নাহার, সমবয় কর্মকর্তা অহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হােসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে