শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

পুলিশের মনােবল বৃদ্ধির লক্ষ্যে চৌগাছায় শিক্ষার্থীদের মানবপ্রাচীর

চৌগাছা প্রতিনিধি

যশােরের চৌগাছার ছাত্রসমাজ পুলিশের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন। রবিবার (১১ আগস্ট) দুপুরে তরিকুল ইসলাম পৌর কলেজের শতশত শিক্ষার্থী বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে স্বাধীনতা ভাস্কর্য মােড়ে উপস্থিত হয়। এ সময় তারা ভাস্কর্য মােড় হতে চৌগাছা সেতু পর্যন্ত মানবপ্রাচীর তৈরী করে অত্যান্ত সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান।

শিক্ষার্থীদের এই মহৎ কাজের সাথে একাত্বতা ঘােষনা করেন উপজেলা, পৌর ও একাধিক কলেজ শাখার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ঘন্ট ব্যাপী মানবপ্রাচীর তৈরী করে সড়কের এক পাঁশে দাঁড়িয়ে নানা স্লােগানে স্লােগানে মুখরিত করে তােলে।

মানবপ্রাচীরে অংশ নেয়া শিক্ষার্থী তানিয়া সুলতানা, মমিতা, জাহাঙ্গীর আলম, আল মামুন বলেন, বৈষম্য বিরােধী ছাত্রজনতার আন্দলনে আমরা সফল হয়েছি।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন