খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ ও যশোরে পৃথক অভিযানে চালিয়ে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার (২ নভেম্বর ) ঝিনাইদহ জেলার শৈলকুপায় ২৭৮ পিস ইয়াবাসহ একজন বিক্রেতাকে এবং যশোরের র্শাশা থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনসহ মোট ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর সূত্রে জানা যায়, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন কাতলাগাড়ী নতুন বাজার ভাঙ্গা ব্রীজ সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সোমবার বেলা সাড়ে ১২টায় সেখানে অভিযান পরিচালনা করে আলতাফ হোসেন (৪১) কে গ্রেপ্তার করে। সে কুষ্টিয়া জেলার খোকসা আজইল এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ২৭৮পিস ইয়াবসহ উদ্ধার করা হয়। গ্রেপ্তর আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

অপরএক অভিযানে যশোরের র্শাশা থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬। যশোর জেলার র্শাশা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড়স্থ হোটেল রাজ এর সামনে পাঁকা রাস্তার উপর প্রাইভেটকারের মধ্যে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।সেখানে অভিযান পরিচালনা করে মোঃ সবুজ (২৮) ও আঃ আজিজ (৫২) কে ৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। যশোর জেলার র্শাশা থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!