Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু জখম

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের শার্শা উপজেলায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ওই গ্রামের আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো।এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত জর্দার কৌটায় বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করলে বিস্ফোরন ঘটে। এতে তারা দুজন মারাত্নক আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা আশাস্কা মুক্ত বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন