সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে শরিফুল ইসলাম সেন্টূ নামে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার নতুন বাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শরিফুল ইসলাম খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। এসময় তিনি অসাবধানতাবশত নীচে রেললাইনে পড়ে যান। এতে তিনি ট্রেনের চাকায় কাটা পড়েন। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ এর সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন