যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী ফাতেমা আনোয়ার ঘোড়া মার্কায় পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কায় ৮৩ হাজার ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ বিপুল ও ফুটবল মার্কায় ১ লাখ ১৩ হাজার ৫২১ ভোট পেয়ে বশিনুর নাহার ঝুমুর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে প্রদিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৪৬ ভোট, আ ন ম আরিফুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২১৯ ভোট, মোহিত কুমার নাথ শালিক পাখি মার্কায় পেয়েছেন ৯ হাজার ৯০৪ ভোট, আনোয়ার হোসেন দোয়াত কলম মার্কায় পেয়েছেন ৩৬ হাজার ৬১১ ভোট, সফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিচ মার্কায় পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট ও শাহারুল ইসলাম জোড়াফুল মার্কায় পেয়েছেন ৮ হাজার ৫০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা মার্কার কামাল খান পেয়েছেন ৪৫ হাজার ২৫৩ ভোট, বৈদ্যুতিক বাল্ব মার্কায় শেখ জাহিদুর রহমান পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট, চশমা মার্কায় শাহজাহান কবীর শিপলু পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট ও উড়োজাহাজ মার্কায় মনিরুজ্জামান পেয়েছেন ৯ হাজার ৯৫২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে জোৎন্সা আরা বেগম পেয়েছেন ৫৫ হাজার ১৫ ভোট ও হাঁস মার্কার শিল্পী খাতুন পেয়েছেন ৩২ হাজার ১৫৮ ভোট।
বুধবার (৫ জুন) সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ করা হয় ইভিএমে। উপজেলা এলাকার ২১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা কর হয়। এবারের নির্বাচনে ৬ লাখ ৭ হাজার ৭৪২ জন ভোটারের মধ্যে ২ লাখ ১ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধকার প্রয়োগ করেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন করা হয় ২ হাজার ১০০ পুলিশ সদস্য। সাথে ছিল ৩ হাজার ৩৫০ জন আনসার সদস্য, চার প্লাটুন বিজিবি, র্যাবের চারটি টিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার আব্দুর রশিদ বলেন, এবারের নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি