বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

৩০ মণের কোমলমতির দাম হাঁকছে ১২ লাখ টাকা

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর কোমরপোলের কোমলমতিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র জুবায়েরের বাড়িতে। কে এই কোমলমতি? সে হচ্ছে এবার কুরবানি ঈদের আর্কাষণ ফ্রিজিয়ান জাতের সাদা কালো রঙের ষাড়, ওজন ৩০ মণ। দাম হাঁকাচ্ছে ১২ লাখ দেশীয় পদ্ধতিতে নিজের বাড়িতে ভুট্টা, গম, ধান, ভুষি, অন্য অন্য সুষম দানাদার খাবার এক সাথে মাড়াই করে পলের সাথে তাকে খাওয়ান কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের কাওসার আলীর ছেলে কলেজ পড়ুয়া জুবায়ের।

জুবায়ের বলেন, তার খামারে সাড়ে ৩ বছর আগে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় এই কোমলমতি, তার খামারে ৪ থকে ৫টা ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে।

কোমলমতি নাম কেন রাখা হল প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলা থেকে এই গরুটি খুব শান্ত স্বভাবের আমার কোন কষ্ট হয় না তাকে ললন-পালন করতে। সেই কারণে তার নাম দেওয়া হয়েছে কোমলমতি।

তিনি আরো বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি দির্ঘদিন ধরে ছোট খাটো গরুর খামার করে আসছি, যদি এই কোমলমতির দাম ঠিকঠাক পাই তাহলে সেই ক্রেতার জন্য আকার্ষনীয় পুরুস্কারের ব্যবস্থা আছে।

কেশবপুর প্রানিসম্পাদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার বলেন, কোমলপুরের এই গরুটার জন্য কলেজ পড়ুয়া জুবায়ের আমার সাথে সব সময় যোগাযোগ রাখেন আমার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন