বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

চৌগাছায় পানিতে ডুবে আড়াই বছরের শিশু খাদিজার মৃত্যু

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় পানিতে ডুবে খাদিজা খাতুন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যু হয়। শিশু খাদিজা খাতুন উপজেলার মাশিলা গ্রামের আলাউদ্দিনের মেয়ে।

হাসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শিশু খাদিজার পিতৃলয় মাশিলা গ্রামে হলেও সে মা ফাতেমা খাতুনের সাথে নানা বাড়ি একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে থাকতাে। রবিবার সকালে শিশুটি উঠানে খেলা করতপ করতে উঠানের পাশে ধান ভেজানাে পাত্রে রাখা পানির মধ্যে পড়ে যায়। বেশ কিছু সময় পরে নানি বাড়ির লােকজন খাদিজাকে দেখতে না পেয়ে খুজতে থাকে। একপর্যায়ে ধান ভেজানাে ওই পাত্রের পানির মধ্যে খাদিজাকে দেখতে পায় দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা শিশুটিক মৃত্যু ঘােষনা করেন।

একটি সূত্র জানায়, শিশু খাদিজা খাতুনের বাবা পেশায় একজন ট্রাক চালক। বর্তমানে তিনি ওই পেশায় চট্টগ্রাম অবস্থান করছেন। আর মা ফাতেমা বেগম একজন গামেন্টর্স কর্মী। মা-বাবা দুইজনই কর্মে বাইরে থাকায় বেশ অবহেলায় শিশুটি বেড়ে উঠছিল। রবিবার এমনই এক অবহেলায় শিশুটির অকাল মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের সাথে আলােচনা করে কারোও কােন অভিযােগ না থাকায় শিশুটির দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন