বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

শার্শায়  যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

গেজেট ডেস্ক


যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে মুসা (৩৫) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে।বৃহস্পতিবার বিকালে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।

গ্রামবাসিরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন । পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ জানান,মুসা মান্দার তলা বাজারের একটি চা দোকানী। হঠাৎ দুটি মাইক্রোবাস আসে এবং তাতে থাকা লোকজন মুসাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে।এক পর্যায়ে মারা গেছে ভেবে মুসাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। যাবার সময় দুটি বোমার বিস্ফোরন ঘটান বলে জানান ইউপি সদস্য।

ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে শার্শার হরিনাপোতা গ্রামের মুসা নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। হত্যার বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে।কে বা কারা কি কারনে তাকে কুপিয়ে হত্যা করেছে তার জন্য তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যাপারে শার্শা থানা পুলিশ তৎপর রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন