খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

যশোরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচদিনের কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে ৫দিনব্যাপী কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের লালদীঘির পাড় দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে কোরআনখানী, আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে। পরে জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, থানা বিএনপির সদস্য সচিব আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সদস্য সচিব এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন, জেলা ওলামা দলের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি আনসারুল হক রানা, সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি নির্মল বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান রিয়েল প্রমুখ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!