সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর শহরজুড়ে নানা গুজব, লালদীঘিতে ভাসমান বস্তা নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের লালদীঘিতে ভাসমান একটি বস্তা নিয়ে রোববার (২৬ মে) দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের কারণে অনেকেই গুজব ছড়ায় ওই বস্তায় মৃতদেহ রয়েছে। এরপর দীঘির পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পেয়ে সাথে সাথে তৎপর হয়। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর উঠানো হয় দুর্গন্ধময় বস্তাটি। খোলা হয় মুখ, একপর্যায়ে দেখা যায় বস্তায় কোন মৃতদেহ নেই। ঘাস, লতাপাতা ও ময়লা আবর্জনা ভর্তি করা বস্তাটির মুখ বাধা ছিল। এরপর উৎসুক মানুষের সন্দেহ কাটে। তারা লালদীঘির পাড় থেকে চলে গেলেও শহরময় চলে এ নিয়ে নানামুখি আলোচনা।

এ নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এটা শ্রেফ গুজব। থানা পুলিশ লালদীঘিতে গিয়ে বস্তা খুলে রহস্য উন্মোচন করেছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন