বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার পল্লীতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে রাফসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

রাফসান বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার নাভারণ যাদবপুর ডগের বাগান গ্রামের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ডালিম হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলার এক পর্যায়ে রাফসান হঠাৎ মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এক পর্যায়ে সে নিজে সোজা হয়ে উঠতে পারছিলো না। সাথে সাথে বন্ধুরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নামে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন