বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন শামীম রেজা

চৌগাছা প্রতিনিধি

চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তিন দিন আগেই বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও সর্ব কনিষ্ঠ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা।

শনিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম শাহীন এক পত্রে এই ঘোষনা দেন।

ঘোষিত পত্রে বলা হয়েছে, মাননীয় সুপ্রিমকোর্টের সিএমপি নং-৩৭৫-২০২৪ এর ১৫ মে তারিখের আদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১৮ মে ১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৫.২৪-৩২৬ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ চৌগাছা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী থাকায় উপজেলা পরিষদ বিধিমালা, ২০১৩ এর বিধি ২৪ (১) অনুযায়ী শামীম রেজা, পিতা-মো. আওরঙ্গজেব, গ্রাম-মতমতপুর, ডাকঘর চৌগাছা, উপজেলা-চৌগাছা, জেলা-যশোরকে উল্লেখিত পরিষদের ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করিলাম।

শামীম রেজা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন