খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

সফলতার স্বাক্ষর রেখে চলেছে তাসনিম জামান সারা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহে এবারও সেরাদের সেরা হয়েছে তাসনিম জামান সারা। জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে অভয়নগর উপজেলার ৫৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা, ১২টি কলেজ ও একটি কারিগরি কলেজ অংশ নেয়। ৯১ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেড় শতাধিক শিক্ষার্থী ১৬টি ইভেন্টে অংশ নেয়। তাসনিম জামান সারা পরপর তিন বছর সে সেরা হয়ে সফলতার স্বাক্ষর রেখেছেন। সে নওয়াপাড়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

এছাড়াও একুশে ফেব্রুয়ারি ২৬ শে মার্চ ১৬ই ডিসেম্বর ও ১৭ ই মার্চ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সফল হয়েছে।

সারা গোয়াখোলা গ্রামের দেলোয়ার হোসেন দিলুর একমাত্র মেয়ে। তার পিতা একজন ব্যবসায়ী ।

গত সোমবার নওয়াপাড়া শংকর পাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।

কে এম আবু নওশাদ বলেন, শিক্ষা জাতির যেমন মেরুদন্ড তেমনি শিক্ষার্থীদের সমাজ ও জাতি গঠনে এগিয়ে আসতে হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই হবে স্মার্ট বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। নাওয়াপাড়া শংকর পাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারি কর্মকর্তা আশিকুজ্জামান।

১৬ টি মধ্যে সেরা কলেজ হয়েছে পায়রাহাট ইউনাইটেড কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয়েছেন কামারুজ্জামান এবং মহাকাল কলিজিয়েট স্কুলের বাবুল আক্তার শ্রেষ্ট শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শ্রেষ্ট মাদ্রাসা শিক্ষক গাজীপুরের ডাঃ আমিনুল ইসলাম,কলেজ পর্যায়ের মাদ্রাসার আব্দুল মালেক। কলেজ পর্যায়ের শ্রেষ্ট শিক্ষাপ্রধান নওপাড়া মডেল কলেজের মহিদুল ইসলাম, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহাকাল বালিকা বিদ্যালয়ের রাজু আহম্মেদ, কেরাতে কোটা মাদ্রাসা, হামদনাতে সাউদান স্কুল ও জারি গানে নওয়াপাড়া শংকরপাশা সরকারি বিদ্যালয় প্রভৃতি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!