সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে গরমে কৃষকের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে প্রচন্ড গরমের মধ্যে ধানের বিচালি বেঁধে বাড়িতে আনার সময় জোহর আলী সরদার (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের জোহর আলী সরদার রবিবার (২৭ এপ্রিল) সকালে বাড়ির পাশে বড় বিলে নিজ জমিতে কেটে রাখা ধানের বিচালি বাঁধতে যান। বিচালি বাঁধা শেষে বাকে করে একবার ধান বাড়িতে এনেই পানি খেতে চান। তাকে পানি দেওয়া হলেও খাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

কৃষক জোহর আলীর ছেলে জসিম উদ্দীন বলেন, তার বাবা বাড়িতে ধান এনে পানি চান। তাঁকে পানি দেওয়া হলেও তিনি পানি পান করতে পারেননি। প্রচন্ড গরমের মধ্যে বিল থেকে বাড়িতে ধান এনেই তিনি মারা যান।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই কৃষককে হাসপাতালে আনা হয়েছিল।

খুলনা গেজেট/এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন