বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৬২ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তাদের জামিন মঞ্জুর করেন। তারা এদিন বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
গত ৩১ মার্চ দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় ৫২ নেতাকর্মী একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নেতা মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।
আদালত সূত্র জানায়, এ ৫২ জন নেতাকর্মী ছাড়া আরও ১০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা সকলেই যশোরের বিভিন্ন উপজেলার নেতাকর্মী। তারা এদিন বিকেলে কারাগার থেকে মুক্তি পান।
এদিকে, অমিতের জামিনের খবরে দুপুর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকেলে জামিনে মুক্তি পেলে তারা যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মিছিল সহকারে অমিতকে নিয়ে তার বাসভবনে পৌঁছে দেন।
খুলনা গেজেট/কেডি