সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

কেশবপুর প্রতিনিধি

জমির বিরোধের জের ধরে কেশবপুরে প্রতিপক্ষের হামলায় আরিফুর রহমান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জমির বিরোধের জের ধরে কেশবপুর উপজেলার কাঁস্তা গ্রামের গোলাম মোড়লের ছেলে আরিফুর রহমানের সাথে প্রতিবেশী দিদার মোড়লের ছেলে ইবাদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার দুপুরে আরিফুর রহমান তার পৈতৃক সম্পত্তি থেকে মাটি কাটতে গেলে প্রতিবেশী ইবাদুল, দিদার, ইমন, ইনসাব আলীসহ ১০/১২ জন ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আরিফুর রহমানের মাথায় কোপ দেয়। স্থানীয় লোকজন রক্তাক্ত আরিফুরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন