সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নেশার টাকা না পেয়ে পিতাকে ইটের আঘাতে হত্যা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে জনির ইটের আঘাতে পিতা মহিউদ্দিন (৬২) নিহত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলা নাভারন কাজিরবেড় নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত মহিউদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।

নিহতের ছেলে জাহিদ জানান, মাদক কেনার জন্য গত ১৭ মার্চ পিতার কাছে টাকা চায় জনি। সে টাকা না দিতে আপত্তি জানায়। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে আসলে আজ সোমবার ভোরে বাবা মারা যান।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদকাসক্ত ছেলে জনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন